একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরির শাশুড়ি প্রায় শতবর্ষি বয়সি ছালেহা চৌধুরি খুকি আজ বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি গত কয়েকদিন আগে থেকে শারীরিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বয়সের ভারে নুইয়ে পড়া ছালেহা চৌধুরি খুকি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের চৌধুরি বাড়ীর গৃহবধূ।তিনি মরহুম ডা.আজিজুল হক চৌধুরির সহধর্মিণী।
মরহুমা ছালেহা চৌধুরির বড় ছেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরহুম আলহাজ্ব মশিউর রহমান যাদু চৌধুরি।যাদু চৌধুরির সহধর্মিণী বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম কবিতা খানম চৌধুরি তার পুত্রবধূ।
মৃত্যুকালে তিনি ছেলে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা চৌধুরি, প্রভাষক শাফিউর রহমান জোহা চৌধুরি,তুলশীঘাট শামসুল হক ডিগ্রী কলেজের প্রভাষক মেয়ে তহমিনা পারভিন চৌধুরি,শিক্ষিকা মেয়ে পারভিন চৌধুরি,নাতী ডা. মিথিলা রহমান চৌধুরি,ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন আবিদ রহমান সৌরভ চৌধুরিসহ ২ ছেলে ৫ মেয়ে,পুত্রবধূ, জামাতা,নাতী-নাতনী,পরিবারের অন্যান্য সদস্য,পাড়া-প্রতিবেশি,আত্মীয়স্ বজন ও শুভাকাঙ্খিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায় শুক্রবার জুম্মার নামায শেষে চৌধুরি বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হবে।
সূত্র জানায় পুত্রবধূ কবিতা খানম চৌধুরি শেষবারের মত শাশুড়ির সান্নিধ্য পেতে ইতোমধ্যেই ঢাকা থেকে পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।রাতে মহামান্য প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে শুক্রবার সকাল ১০ টার মধ্যেই আবার ঢাকার উদ্দেশ্যে পলাশবাড়ী ত্যাগ করবেন।
ছালেহা চৌধুরির মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও প্রেস ক্লাবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠন মরহুমার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তাঁরা মরহমার জান্নাত কামনা ছাড়াও বিদেহী আত্মার মাগফিরাতসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।লাশবাড়ী(গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরির শাশুড়ি প্রায় শতবর্ষি বয়সি ছালেহা চৌধুরি খুকি বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি গত কয়েকদিন আগে থেকে শারীরিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বয়সের ভারে নুইয়ে পড়া ছালেহা চৌধুরি খুকি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের চৌধুরি বাড়ীর গৃহবধূ।তিনি মরহুম ডা.আজিজুল হক চৌধুরির সহধর্মিণী।
মরহুমা ছালেহা চৌধুরির বড় ছেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরহুম আলহাজ্ব মশিউর রহমান যাদু চৌধুরি।যাদু চৌধুরির সহধর্মিণী বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম কবিতা খানম চৌধুরি তার পুত্রবধূ।
মৃত্যুকালে তিনি ছেলে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা চৌধুরি, প্রভাষক শাফিউর রহমান জোহা চৌধুরি,তুলশীঘাট শামসুল হক ডিগ্রী কলেজের প্রভাষক মেয়ে তহমিনা পারভিন চৌধুরি,শিক্ষিকা মেয়ে পারভিন চৌধুরি,নাতী ডা. মিথিলা রহমান চৌধুরি,ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন আবিদ রহমান সৌরভ চৌধুরিসহ ২ ছেলে ৫ মেয়ে,পুত্রবধূ, জামাতা,নাতী-নাতনী,পরিবারের অন্যান্য সদস্য,পাড়া-প্রতিবেশি,আত্মীয়স্ বজন ও শুভাকাঙ্খিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায় শুক্রবার জুম্মার নামায শেষে চৌধুরি বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হবে।
সূত্র জানায় পুত্রবধূ কবিতা খানম চৌধুরি শেষবারের মত শাশুড়ির সান্নিধ্য পেতে ইতোমধ্যেই ঢাকা থেকে পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।রাতে মহামান্য প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে শুক্রবার সকাল ১০ টার মধ্যেই আবার ঢাকার উদ্দেশ্যে পলাশবাড়ী ত্যাগ করবেন।
ছালেহা চৌধুরির মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠন মরহুমার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তাঁরা মরহমার জান্নাত কামনা ছাড়াও বিদেহী আত্মার মাগফিরাতসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment