আমেরিকা যাওয়া হলোনা বৈশাখীর! বেঁচে গেল সন্তান, ছুটে আসছেন স্বামী। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 14 February 2019

আমেরিকা যাওয়া হলোনা বৈশাখীর! বেঁচে গেল সন্তান, ছুটে আসছেন স্বামী। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>
কিছুদিন পর ই আমেরিকা যাওয়ার কথা। সকল কাগজ পত্র ও ঠিক ঠাক হয়ে থাকা গৃহবধূ বৈশাখী রাণী পাল সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন।কিন্তু খুবই অলৌকিক ভাবে ই সাথে থাকা সন্তান বেঁচে গেল।কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় বুধবার লেগুনা- যাত্রীবাহীবাস সুগন্ধা (কোম্পানীগঞ্জ গামী) পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনার এক নারী যাত্রী নিহত।
নিহত নারীর নাম বৈশাখী রানী পাল (২৭) বুড়িচংয়ের রামপুর গ্রামের বাসীন্দা। এবং ইলিয়টগঞ্জ এলাকার আমেরিকা প্রবাসী মানিক পালের স্ত্রী বলে জানা গেছে।কদিন পরেই বৈশাখী পাল স্বামীর সাথে আমেরিকা যাওয়ার কথা ছিলো বলে জানায় নিহতের কয়েকজন স্বজন।
আশংকাজনক অবস্থায় অরো ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মায়ের মৃত্যু হলেও অলৌকিক ভাবে অক্ষত থেকে বেঁচে যায় কোলে থাকা ছোট্ট শিশুটি।
এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ৫জন। কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তথ্যগুলো নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘কুমিল্লার মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জগামী সুগন্ধা পরিবহনের নামে একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় লেগুনার এক নারী যাত্রী নিহত হয়।
আহত হয় আরও পাঁচ যাত্রী।’তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত ওই নারীর ১৪ মাস বয়সী শিশুসহ পাঁচজনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে এসেছে।অকালেই দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর খবরে বাকরুদ্ধ আমেরিকা প্রবাসী মানিক পাল। দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানায় মানিক পালের এক নিকট আত্মীয়।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages