একুশে মিডিয়া, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার আয়োজন করা হয়েছে র্যালি ও আলোচনা সভার।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের আয়োজনে সকালে অনুষ্ঠিত র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মেহেবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মেজবাহ আহমেদের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিক, ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাংবাদিক ফজলুল হক খোকন,শহিদুল ইসলাম, গনেশ পাল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মুনসুর আহমেদ প্রমুখ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment