আইরিন খান:>>>
পড়ন্ত বিকেলের এই ফাগুনের হাওয়ায়,
হারায় আমার মন উদাসী দোলায়। কৃষ্ণচূড়া ফুলের রক্তিম আভায়, প্রকৃতি আছে যেন লাল গালিচায় হলুদ শাড়ী আর লাল চুড়ি,
মনে হয় যেন পাখি হয়ে উড়ি ।
ফাগুনের হাওয়া আর কোকিলের ডাক, উদাসী আমায় করে যেন নির্বাক
ফাগুন আসে মুকুট নিয়ে....
ঋতুর রাজা হয়ে ,
কখন আসবে প্রিয়, নিয়ে এক তোড়া ফুল। ফাগুনের মন দোলানো হাওয়া.. আর প্রিয়র ভালোবাসা, পুরায় আশা হৃদয়জুড়ে.. মিটায় প্রেমের পিয়াসা।
প্রকৃতি জানায় অকৃত্রিম ভালোবাসা..
ফুলের গালিচা নিয়ে । পিয়াসী মন যেন থাকে ব্যাকুল,
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment