একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে প্রায় ২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
উদ্বোধনের পর অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাবকমিটির সভাপতি অধ্যাপক এম নজরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপাচার্য অংশগ্রহণকারীদের অভিবাদন গ্রহণ করেন। ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু কর্মকর্তাদের এবং কৃতী খেলোয়াড় মো. শরিফুল ইসলাম অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান। বিশ্ববিদ্যালয়র কৃতী অ্যাথলেট মো. মাহফুজুর রহমান ও শিরীন আকতার অলিম্পিক মশালসহ মাঠ প্রদক্ষিণ করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment