বাঁশখালীতে জায়গার বিরোধের ঘটনায় ইউপি মেম্বার ও মহিলাসহ আহত ৪!! একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 2 February 2019

বাঁশখালীতে জায়গার বিরোধের ঘটনায় ইউপি মেম্বার ও মহিলাসহ আহত ৪!! একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের জালিয়াখালী বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে জায়গার বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় ১ জন ইউপি সদস্য ও  ২ মহিলা সহ অন্তত: ৪ জন আহত হয়েছে। আহতদের কে বাশঁখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ,ঘটনার পর বাশঁখালী থানা পুলিশের এএসআই নুরল করিম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় আহত ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর বাদী হয়ে থানায় মামলা দায়েলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।
জানা যায়, শীলকুপ ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর গং দের  পৈত্রিক সম্প্রতি নিয়ে জালিয়াখালী বাজার সংলগ্ন ছৈয়দ আহমদ গংদের বিরোধ ছিল । ছৈয়দ আহমদ বর্তমানে প্রবাসে থাকায় তার স্ত্রী শামীমা আক্তার তা দেখা শুনা করেন । বিরোধপুর্ন জায়গার ঘটনাকে কেন্দ্র করে  শনিবার সকালে অর্তকিত ভাবে বাজারে ও বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর । সে আরো বলেন শামীমা আক্তারের ভাটাটে লোকজন আমার ও আমার ভাইয়ের পরিবারের উপর হামলা চালিয়ে আহত করা সহ বেশ কিছু মালামাল লুট করে ।
যা মামলায় উল্ল্খে কার হচ্ছে । হামলার ঘটনায়  ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর(৩০),তার স্ত্রী হাসিনা আকবর (২৫),সেলিনা আকবর(২৫), ভাই সিদ্দিক ফারুক (৩২ কে আহত করে  । তারা বর্তমানের বাশঁখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ ব্যাপারে বাশঁখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন সকালে শীলকুপে একটা সালিশী বৈঠকে মেম্বারকে মারধর করেছে । ঘটনার সত্যতা ও ঘটনার পর পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল । রাতে এ ব্যাপারে মামলা হবে বলে তিনি জানান ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages