নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 February 2019

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
নড়াইলের বৈদ্যবাটি চৌরাস্তা এলাকায় ইটবোঝাই ট্রলি চাপায় ভ্যানচালক ইকরামুল শেখ (২০) নিহত হয়েছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই ভাইবোন মিনহাজ গাজী (১৯) ও রোজিনা খানম (১৭) গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রলিসহ চালক পালিয়ে গেছে।
নিহত ইকরামুল কালিয়ার রায়পুর গ্রামের রিজ্জাক শেখের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে কালিয়া উপজেলা সদর এলাকা থেকে ভ্যানযোগে বৈদ্যবাটি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মিনহাজ গাজী (১৯) ও মেয়ে রোজিনা খানম (১৭) বাড়িতে যাচ্ছিলেন।
এ সময় ইটবোঝাই ট্রলি বৈদ্যবাটি চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক ইকরাম নিহত হন। ভ্যান যাত্রী ভাই মিনহাজ ও বোন রোজিনা গুরুতর আহত হয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন একুশে মিডিয়াকে,  ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages