রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেবাশীষ ভট্টাচার্য রূপম দিবস পালিত হয়েছে। বুধবার বিপ্লবী ছাত্রমৈত্রী শাখা ও রাজশাহী মহানগর শাখার যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
এদিন সকালে আমতলা থেকে মিছিল বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আমতলায় গিয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি ফিদেল মনিরের সভাপতিত্বে সমাবেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ইভটিজিং, সিট বাণিজ্য, হল বাণিজ্য, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, সকল ছাত্র সংসদ কার্যকর করাসহ শিক্ষা বাণিজ্য বন্ধের দাবি জানান বক্তারা।
বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক রনজু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায় ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ মার্ডি, মহানগর বিপ্লবী ছাত্রমৈত্রীর আহ্বায়ক সৌমিক ডুমরী প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা আদিত্য বর্মন, মিলন সহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৫৫ সালের ১৩ ফেব্রুয়ারি ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা দেবাশীষ ভট্টাচার্য রূপমকে অস্ত্রধারী যুবকেরা পরিকল্পিতভাবে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি শহিদ রূপম দিবস পালন করে আসছে বিপ্লবী ছাত্রমৈত্রী।
একুশে মিডিয়া/এমএসএ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment