একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ডিসেম্বর মাসে। কিন্তু এখনো দেয়া হয়নি নতুন কমিটি। কমিটির দুই বছর অতিক্রম হলেও নতুন কমিটি না হওয়ায় দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারন সম্পাদক করে রাবি ছাত্রলীগের ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আংশিক কমিটির প্রায় ছয় মাস পর ২০১৬ সালের ১৮ জুন ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
ছাত্রলীগের একাধিক সহ সভাপতি বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের হল কমিটি দিতে পারে নাই। এতে করে বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের নেই কোনো নেতৃত্ব। সভাপতি-সম্পাদকের পক্ষ থেকে একেক সময় একেক জনকে দায়িত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে হলগুলো। এতে তারা হলগুলোতে বিভিন্ন অনিয়মে জড়িত হওয়ার সুযোগ পাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মেয়াদোউত্তীর্ণ কমিটিতে থাকা একাধিক যুগ্ম সম্পাদক বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনো কমিটি হয়নি। এটা রাবি ছাত্রলীগের ব্যর্থতা বলে আমি মনে করি। ছাত্ররাজনীতির ভেতরে একটা পরিবর্তন না আসলে দক্ষ নেতৃত¦ পাওয়া কখনই সম্ভব না। মেয়াদউত্তীর্ণ কমিটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাল কাজে জড়িত থাকলেও তারা মাঝে মাঝে এমন সব কর্মকা-ে জড়িত হচ্ছে যা পুরো ছাত্রলীগের সম্মানহানীর কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন কমিটি দিয়ে নতুন করে নেতৃত্ব তৈরী করা প্রয়োজন।
তবে রাবি ছাত্রলীগের নতুন কমিটি কবে হবে তা জানার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment