এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবস্থিত ‘হাইওয়ে ইন’ হোটেলে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই কর্মচারিকে আটক করেছে র্যাব।
১০ ফেব্রুয়ারি রবিবার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবস্থিত ‘হাইওয়ে ইন’ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- হোটেলের সহকারী বাবুর্চি শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ রুবেল (২২) ও হোটেলের মালি সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ সাকিল (১৮)।
তাদের বিরুদ্ধে রোববার থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
র্যাব-১১ এর সিপিসি কোম্পানী-২ কুমিল্লার এএসপি মোঃ মহিতুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে র্যাব জানতে পারে হাইওয়ে ইন হোটেলের কয়েকজন অসাধু কর্মচারী গাড়ির যাত্রীদের নিকট দীর্ঘদিন যাবৎ ভারতীয় ফেনসিডিল করে আসছে।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল হোটেলের পেছনে হোটেলের কর্মচারীদের থাকার জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০ বোতল ফেনসিডিলসহ হোটেল কর্মচারি রুবেল ও সাকিলকে আটক করতে সক্ষম হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment