সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
শাহনাজ রানুর জন্ম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ায়। মরহুম শামসুল আজম ও তহমিনা আজমের মেয়ে তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করেন। ছোট বেলা থেকেই নাটক, প্রবন্ধ, কবিতা লেখালেখির সঙ্গে ছিল তার সখ্যতা।
টি এস ইলিয়ট তার প্রিয় কবি। প্রকৃতি, পেম, পূজা, নারীর অনুভূতি, আবেগ, সমাজের নানা অবক্ষয় এসবই তার কবিতার প্রধান উপজীব্য বিষয়।
বর্তমানে আধুনিকতার অন্তরলীন শূন্যতা,নিরন্তন ছুটে চলার অর্থহীনতা,নারী জীবনের অপ্রকাশিত অনুভূতি ও অভিজ্ঞতা,অস্তিত্ব সংকট আর আবেগহীন বিমূর্ত এই সময় কবিকে আলোড়িত করে,পীড়া দেয় আর অনুপ্রাণিত করে লেখনির মাধ্যমে অব্যক্ত সেই চিন্তনগুলোকে প্রকাশ করার।
নোনতা চোখের গল্প কবি শাহনাজ রানুর প্রথম প্রকাশিত কবিতাগ্রন্থ। অমর একুশে বই মেলা-২০১৯ এর প্যাভিলিয়ন-৭ এ এই গ্রন্থটি পাওয়া যাচ্ছে,সময় প্রকাশনীর ষ্টলে। বইটি তার শ্রদ্ধেয় পিতা-মাতাকে উৎসর্গ করা হয়েছে।
প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ সম্পর্কে কবি শাহনাজ রানু বলেন,প্রথম সন্তানের মতই আমার প্রথম কবিতার বই। কখনো ভাবিনি বই প্রকাশ করবো। কাছের কিছু মানুষের অনুপ্রেরণায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনীর সভাপতি ফরিদ আহমেদ ভাইয়ের সহযোগিতায় বই প্রকাশের দুঃসাহসটা করেই ফেললাম।
শাহনাজ রানু পেশায় একজন কূটনীতিবিদ। বর্তমানে তিনি ভারতের কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে কাউন্সিলর হিসেবে কর্মরত আছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment