দোহারে পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 9 February 2019

দোহারে পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে পদ্মা নদীতে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করেছে একটি চক্র। ২০১৬ সালের পর চক্রটি আবার সক্রিয় হয়েছে। তারা পদ্মায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাশের ব্লক ব্যবহার করে মাছ শিকার শুরু করেছে। যার নেপথ্যে রয়েছে  স্থানীয় প্রভাবশালী মুরাদ মৃধা ও কাশেম মেম্বার নামে দুই ব্যক্তি। সরকারি নীতিমালা অনুযায়ী নদীতে এভাবে বাঁধ দেওয়ার কোন ধরণের নিয়ম না থাকলেও তা তোয়াক্কা করেনি ওই দুই প্রভাবশালী জলদস্যু ।

জানাযায় , দোহার উপজেলার মৈনট দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে বাঁশ দিয়ে আড়াআড়ি দুটি ব্লক বাঁধ দেওয়া হয়েছে। নদীর ওপারে রয়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ট্রলারঘাট। বাঁশ ও জালের দীর্ঘ এই দুটি বাঁধ নদীর মূল প্রবাহে আড়াআড়িভাবে তৈরি করা হয়েছে। বাঁশের সঙ্গে আটকানো জালের নিচে ভারী পাথর বাঁধা। নিচের অংশে রয়েছে ‘রাক্ষুসে জাল’। এমন জাল ইলিশ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়। আড়াআড়ি এমন বাঁধে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতি ঘণ্টা পর জালগুলো উঠানো হলে ইলিশ, ছোট জাটকাসহ জালে ধরা পরে। এ মাছ ধরার কাজ করেণ বেশ কয়েকজন জেলে। এ ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, এ পর্যন্ত কেহ আমাকে জানায়নি, এখন জানতে পেরেছি আমরা জরুরি ভাবে এর ব্যবস্থা নিব।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages