বাঁশখালী থানার উদ্দোগে গতকাল ১২ ফবেরুযারী বিকাল ৫ টায় ওসি মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে ওপনে হাউজ ডে পালতি হয়,এতে প্রধান অতথিী হসিবেে উপস্ততি ছলিনে সিনিয়র সহাকারী পুলিশ সুপার, মফেজি উদ্দীন(আনোয়ারা সার্কেল,বক্তব্য রাখনে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব কামাল উদ্দিন সহ থানার সকল অফিসার ফোর্স , উপস্থিত ছলিনে স্থানীয় সুশিল সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, মোটর শ্রমিক ইউনিয়নের র্কমী, ছাত্র-শিক্ষক সহ স্থানীয় সছতেন সমাজ উপস্থিততে বাঁশখালী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অথতিী বলনে দশেে অপরাধ দমনে পুলশি ওজনগনরে মধ্যে সুর্সম্পক বজায় রাখতে হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment