সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আকন্দকে অবাঞ্ছিত ঘোষণা করলো তৃণমূল আ.লীগ।
শনিবার সন্ধ্যার পর বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এমন ঘোষণা দেন৷ এ সময় তৃণমূল নেতাদের ভোটে নির্বাচিত সাজ্জাদুল হক রেজাকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার দাবীও জানান তৃণমূলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল নেতাকর্মীরা ভোট দিয়ে সাজ্জাদুল হক রেজাকে নির্বাচিত করেছেন। প্রাথমিক ভোটে রেজা বিজয়ী হবার পর থেকে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছিল।
কিন্তু সকলকে হতাশায় ডুবিয়ে মাত্র ২১ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করা মোহাম্মদ আলী আকন্দকে মনোনয়ন দেয়া হয়েছে। এই মনোনয়ন বাতিল করে রেজাকে চুড়ান্তভাবে নৌকা প্রতীক দেয়ার দাবীতে বিক্ষুব্ধ নেতাকর্মীসহ জনগন রাস্তায় নেমেছে।
অবিলম্বে মোহাম্মদ আলী আকন্দের মনোনয়ন বাতিল করে রেজাকে চুড়ান্তভাবে নৌকা প্রতীক বরাদ্দের দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দেলখোশ আলী প্রামানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজল হক খান ঘোষণ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক,সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রাং, পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, ফজলুর রহমান ফজল প্রমূখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment