একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ২৮ ফেব্রুয়ারী গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় হতে এ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ নৌকা মার্কা, এ্যাড: মমতাজ উদদীন জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল মার্কা ও স্বতন্ত্র প্রার্থী বজলার রহমান রাজা আনারস মার্কা নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ ছামসুজ্জোহা হিটু (বই), ফিরোজ কামাল চৌধুরী পলাশ (চশমা), মমিরুল ইসলাম এমদাদুল (উড়োজাহাজ), আনিছুর রহমান মানিক (টিয়াপাখি), আবুল কালাম আজাদ (বাল্ব), রফিকুল ইসলাম রিপন (টিউবওয়েল), আশরাফুল ইসলাম (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিক্তা বেগম (ফুটবল), শ্যামলী বেগম (পদ্মফুল), আনোয়ারা আনিস (কলস), আনোয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা), কহিনুর আক্তার বানু শিপন (সেলাই মেশিন) ও চন্দনা রানী (হাঁস) মার্কা নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের ৬৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ১ শত ৫০৯ জন নারী ও পুরুষ ভোটার রয়েছেন। আগামী ১৮ মার্চ ২য় ধাপে এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment