এম.হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র জরুরী অভিজানে ৩ মণ জাটকা আটক হয়েছে।
সূত্রে, গতকাল পহেলা ফেব্রুয়ারি সন্ধায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আ. কুদ্দূস এর নেতৃত্বে উপজের উদয়পুর রাস্তারমাথা নামক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মণ জাটকা ইলিশ জদ্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব এ.এফ.এম নাজমুস সালেহীন।
নির্বাহী ককর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতি জানতে পেরে মাছ বিক্রেতারা পালিয়ে যায়। পরে জদ্ধকৃত জাটকা ইলিশ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় পক্ষীয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ নাগর হাওলাদের উপস্থিতিতে বোরহানগঞ্জ বাজারের আওতাধীন সকল মসজিদ, হাফেজী মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং এ বিতরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment