উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
নড়াইলে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পরিচালনা পষর্দের এক সভায় এ সিন্ধান্ত গৃহিত হয়।
জানা গেছে, নড়াইলের ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি বাসুদেব ব্যানার্জীর সভাপতিত্বে গতকাল অধ্যক্ষের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শেখ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও ৫ ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিত এসএসসির ইংরেজী প্রথম প্রত্রের প্রশ্ন ফাঁস করে তার উত্তরপত্র বিভিন্ন হলে শিক্ষার্থীদের মাঝে দেওয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্যও বলা হয়েছে।
বিষয়টি ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি বাসুদেব ব্যানার্জী ও অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment