কুমিল্লা চৌদ্দগ্রামে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার।। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 12 February 2019

কুমিল্লা চৌদ্দগ্রামে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার।। একুশে মিডিয়া




এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক বিভিন্ন প্রকার ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।১২ই ফেব্রুয়ারি  মঙ্গলবার ভোরে স্থানীয় চৌদ্দগ্রাম  পৌর এলাকার লক্ষীপুর সীমান্ত দিয়ে পাচারের সময় সেগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবি ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী।
তিনি বলেন, এক সপ্তাহ আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-লক্ষীপুর সীমান্ত এলাকা দিয়ে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল বাংলাদেশে আনা হবে।
এমন সংবাদে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার ভোরে দুই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, সেনেগ্রা ও টার্গেট বাংলাদেশে পাচারকালে বিজিবি অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটভর্তি দুই কোটি টাকা মূল্যের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages