এম এ হাসান, কুমিল্লা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামের পুরো এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠবে। আ’লীগের উন্নয়নের ছোঁয়ায় মহাসড়কের পাশে আর কোন জায়গা খালি থাকবে না।
এমন দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও চৌদ্দগ্রামের বর্তমান এমপি মুজিবুল হক।তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর নতুন নতুন উন্নয়ন করবো, এতে করে চৌদ্দগ্রাম উন্নয়নের দিক দিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে।
শনিবার (২ ফেব্রয়ারী) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার বাজার সংলগ্ন কে আর ফিলিং এন্ড এলপিজি ষ্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আ’লীগ সভাপতি আবদুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও জাপা নেতা মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার,উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, গোলাম ফারুক হেলাল, কাজী জাফর আহম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা সামছুল আলম মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment