রামপুর ঐতিহাসিক মাহফিল শুরু। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 14 February 2019

রামপুর ঐতিহাসিক মাহফিল শুরু। একুশে মিডিয়া



প্রতিবেদক-আনোয়ার হোসেন:>>>


লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন রামপুর হুজুরের বাড়ীতে বাৎসরিক হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে।

সূত্রে জানা গেছে, হযরাতুল আল্লাম আব্দুল গণি (রহঃ) ১৩৪৮ (১৯৪২ ইংরেজি) বাংলা সনে হালকায়ে জিকিরের মাধ্যমে শুরু করেন; আজকের ঐতিহাসিক মাহফিল। তিনি ১২৮৫ বাংলা সনের ৫ই পৌষ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মুন্সিমিয়া সাহেবের বাড়ীতে আব্দুল ওয়াহাবের উরশে এক শুভাক্ষনে জন্মগ্রহণ করেন।
বর্তমান যুগ নবী সাহাবাহীন যুগ। এ যুগে দ্বীনি তালিম ও তাবলিগী কাজ নবীর উত্তরসুরীগণের উপর আর্পিত। তাই ইসলামের সঠিক শিক্ষা সকলের কাছে তুলে ধরতে এবং দ্বীনি কার্যক্রম চালু রাখতে এই ওয়াজ মাহফিলের আয়োজন। তাঁর এই দ্বীনি কর্মের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেন। তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তাঁর সুযোগ্য সন্তান হযরাতুল আল্লাম নূরুল হুদা (রহঃ), অধ্যাপক ডা. নুরুল ইসলাম (রহঃ) এবং হযরাতুল আল্লাম নুরুল আমিন (দাঃবাঃ) মাহফিলের কার্যক্রম চালিয়ে নেন। লক্ষ-লক্ষ মানুষের আমিন আমিন ধ্বনিতে শেষ হয় মাহফিল।
স্থানীয় গ্রামবাসি আতিক উল্যা দরবেশ জানান, ‘এই মাহফিল যখন শুরু হয়েছে তখন থেকে আমি মাহফিলের কার্যক্রমের সাথে ছিলাম। এখন চলা-চলের শক্তি নেই তাই মাহফিলের সেবায় নিজেকে রাখতে পারিনা বলে দুঃখ প্রকাশ করেন তিনি ৷
হযরাতুল আল্লাম নুরুল আমিন (দাঃবাঃ) এর বড় ছেলে নাজিম উদ্দিন শামিম জানান, ‘২০১২ সালে সরকারী কর্মজীবিদের কথা চিন্তা করে ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতি-শুক্র-শনিবার মাহফিলের সময় নির্ধারণ করা হয়।’ এরপর থেকে ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতি-শুক্র-শনিবার এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। আজ বৃহস্পতি আসরের নামাযের পর মাহফিলের কার্যক্রম শুরে হয়ে শনিবার ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে এই মাহফিল শেষ হবে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages