প্রতিবেদক-আনোয়ার হোসেন:>>>
লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সদর হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নিজাম উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা: শঙ্কর কুমার বসাক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মোরশেদ আলম হিরু, ডা: ইসমাইল হোসেন প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ‘লক্ষ্মীপুর জেলায় মোট ২ লাখ ৯৮ হাজার ৩৩৪ জন শিশুকে উপলক্ষে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩১ হাজার ৬৩৮ এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৬ হাজার ৬ শত ৯৬ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ১৪৮৩ টি অস্থায়ী এবং ৬ টি স্থায়ী কেন্দ্রে এ রাউন্ড চলবে। মোট ৩০২০ জন কর্মী ও ২৩৬১ জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পেইনে অংশ গ্রহন করবে। ১টি পৌরসভাসহ জেলার ৪ টি উপজেলায় মোট ১৫১০ টি কেন্দ্রে ১৮৫ জন ১ম সারীর সুপারভাইজারের এই কার্যক্রম তদারকি করবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment