আনোয়ারা বোয়ালীয়া মাদরাসায় হাটহাজারীর পরিদর্শক টিমের জরুরী আলোচনা সভা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 11 February 2019

আনোয়ারা বোয়ালীয়া মাদরাসায় হাটহাজারীর পরিদর্শক টিমের জরুরী আলোচনা সভা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:>>>
হাটহাজারী জামেয়া আহলিয়া মইনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও আল হাইআতুল উলয়া লিল-জামি-আতিল কাওমীয়া বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী (দাঃবা) এর গঠিত পরিদর্শক টিমের প্রধান, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিছ আল্লামা শেখ আহমদ (দাঃবা) এর সভাপতিত্বে আনোয়ারাস্থ বোয়ালীয়া ইসলামীয়া (বড়) মাদরাসায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার শিক্ষক মিলনায়তন কক্ষে সোমবার (১১ফেব্রুয়ারী) বিকাল ৫টায় অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী জামেয়া আহলিয়া  মইনুল ইসলাম মাদরাসার সিনিয়র মুহাদ্দিছ মাও ফোরকান সাহেব, সহ শিক্ষা পরিচালক মাও আনাছ মাদানী,  মাও মুহাম্মদ আলমগীর, মাও মুহাম্মদ জুনাইদ, বাঁশখালীসস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক, আনোয়ারা বোয়ালীয়া বড় মাদরাসার শিক্ষক মাও মুহাম্মদ মুফিজুর রহমান, কারী আবু তাহের, হাফেজ এজাজুল হক, মাও জমির উদ্দিন, মাও রেজাউল আজিম, মাও মাহমুদুল হাছান, মাও নজরুল ইসলাম, মাও ছালেহ আহমদ, হাফেজ আব্দুল মালেক, হাফেজ আব্দুল লতিফ, হাফেজ খলিলুর রহমান, মাও কেফায়েত উল্লাহ্সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বোয়ালীয়া মাদরাসার বিভিন্ন সমস্যার সংকট নিরসন, মাদরাসা পরিচালনা কার্যক্রম, পড়ালেখার মানোন্নয়ন, মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়।বিজ্ঞপ্তি



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages