একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে রিক্সা চালক স্বামী আব্দুর রহিমকে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রাশিদা বেগম।
রোববার ৩ ফেব্রুয়ারী দুপুরে তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় রাশিদা বেগম তার লিখিত বক্তব্যে বলেন, পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের খোকা মিয়ার পুত্র আব্দুর রহিম বিয়ের পর থেকেই সদরের কালুগাড়ীস্থ আমার বাবার বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছিল।
১৫ জানুয়ারী রাত্রি ৯ ঘটিকার সময় প্রতিবেশী আসামী জায়দালের ছেলে আনারুল, মেহেরের ছেলে জুয়েল ও জায়দালের ছেলে জহুরুল পাওনা ২শ টাকা আদায়ের জন্য আমার বাড়িতে আসে। এসময় বাক-বিতন্ডার একপর্যায়ে আসামীরা আমি ও আমার স্বামীকে এলোপাতারী মারপিট করে চলে যায়। ওই রাতেই আসামীদের মারপিটে আহত আমার স্বামী আব্দুুর রহিমের মৃত্যু হয়।
এ ব্যাপারে ওই ৩ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করি। যাহার নং-১০, তারিখ-১৬-০১-২০১৯। মামলা দায়েরের দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করা হয় নাই। আমি এই সংবাদ সম্মেলনের মামলার উক্ত মামলার আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment