প্রতিবেদত-আনোয়ার হোসেন :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
এর আগে বুধবার রাতে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইউএনও শিল্পী রানী রায় জানান, ‘নোয়াখালী থেকে রায়পুরে ফেরার পথে ঘটনাস্থলে লোকটি চলন্ত গাড়ির সামনে দিয়ে আকস্মিক রাস্তা পার হতে দৌড় দিতে গিয়ে গাড়ির ধাক্কা খেয়েছে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে লোকটি মানসিক ভারসাম্যহীন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment