মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:>>>
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উচ্চমাধ্যমিক পর্যায়ে আফতাবগঞ্জ সরকারী কলেজ, মাধ্যমিক পর্যায়ে কাজিপাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment