সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:>>>
হিজরা সম্প্রদায়ের অত্যাচারে অতিষ্ট অনেকেই। মানবিক দিক বিবেচনায় তারা আমাদের অনুকম্পা পাওয়ার কথা। তাদের কার্যকলাপে আমাদের অনুকম্পা পাওয়া তো দুরের কথা ঘৃনা জন্মাচ্ছে।
অফিস-আদালত,বাসা-বাড়ি,দোকান সব খানেই তাদের বেপরোয়া চাঁদাবাজির কারণে সব শ্রেনির মানুষ আজ অতিষ্ট। হিজরাদের প্রধান অস্ত্র বিবস্ত্র হওয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দলবদ্ধ হয়ে নিজেকে বিবস্ত্র করে আপনাকে বিব্রত করবে।
বাসা বাড়িতে কোলের শিশুকে জিম্মি করে তারা তাদের চাহিদা মত চাঁদা দিতে মানুষকে বাধ্য করায়। ভদ্র সমাজের মানুষেরা তাদের সঙ্গে পেরে না উঠে ওদেরকে কাংখিত চাঁদা দিয়ে দেয়। এর একটা প্রতিকার হওয়া উচিত। হিজরারা তো আইনের বাইরের কেউ নয়। এসব চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা প্রয়োজন।
শুধু চাঁদাবাজি নয়,এরা বিভিন্ন ভাবে মানুষকে ডিস্টার্ব করে। ছবিতে প্রদর্শিত টিনা হিজরা সম্প্রতি ম্যাসেঞ্জারে অনৈতিক প্রস্তাব দিয়ে আমাকে বিরক্ত করছে। আমার মত অনেকেই এদের বিরক্তির স্বীকার।
বিনা বাধায় হিজরারা এই চাঁদাবাজি ও মানুষকে বিরক্ত করার কাজ আর কতদিন চালিয়ে যাবে এই ব্যাপারে প্রশ্ন তোলার সময় এসেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment