একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লবণ বোঝাই ট্রাকর চাপায় পিকআপ চালক নিহত হয়েছে। রবিবার (৩ ফেব্রয়ারী) রাত সাড়ে ১২টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে রংপুর গামী লবন বোঝাই একটি ট্রাক (ঢাকা-মে-ট-২০-৭০৬৭)কালিতলা বাজার অতিক্রম করার সময় দাড়ানো টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যান ( ঢাকা-মে-ন-১৮-৬৮১২) কে সজোরে ধাক্কা দিয়ে উপরে উঠে পরে । এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ারর্সাভিসের দল ঘটনাস্থলে গিয়ে পিকআপে থাকা চালককে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
নিহত পিকআপ চালক আলামিন (৩৫) সে পঞ্চগড় জেলার মাটি খোড়া গ্রামের ফোরকান মিয়ার পুত্র বলে জানা গেছে।তবে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment