মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের টর্চলাইটের আঘাতে শেখ মো. হাফিজ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় আসামী বাসির (৫০) কে আটক করেছে পুলিশ। নিহত হাফিজ দিঘীড়পাড় গ্রামের শেখ আব্দুল হালিমের ছেলে। আটককৃত বসির একই এলাকার আব্দুল রফিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দিঘীরপাড় খালপাড় এলাকায় ইরি প্রজেক্টে জমির পানি দেয়া নিয়ে বসির ও হাফিজের মধ্যে তর্ক বাধলে এক পর্যায়ে বসির তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে হাফিজের মাথায় আঘাত করে। এসময় হাফিজ মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার দেয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আহত হাফিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।
শুক্রবার সকাল ৮ টার দিকে ইরি প্রজেক্টে হাফিজ তার জমি দেখতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে হাফিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে এঘটনায় বসিরকে আটক করে নবাবগঞ্জ পুলিশ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment