এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ৪৭৫ পিস ফেনসিডিল সহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় চৌদ্দগ্রাম থানা পুলিশ।চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেল শনিবার ৯ই জানুয়ারী সন্ধায় চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমানঘন্ডা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান (যাহার নং- চট্ট-মেট্টো- ১১৬৫৬৬) থেকে ৪৭৫ পিস ফেন্সিডিল সহ এক ব্যক্তি কে আটক করেছে থানা পুলিশ।এই বিষয়ে আলাপকালে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই নুর উদ্দিন বিষয় টি নিশ্চিত করেন।
এসময় তিনি জানান শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তি সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ আমানঘন্ডা এলাকায় অবস্থান নিলে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপির একশ' গজ দক্ষিণে একটি কাভার্ডভ্যান সন্দেহ হয়।এরপর গাড়ীটি তল্লাশি করলে ৪৭৫ পিস ফেন্সিডিল উদ্ধার করি।
এসময় কাভার্ডভ্যান চালক আলমগীরকে ও আটক করা হয়।
আটক কৃত আলমগীর হোসেন (৩৫) সীতাকুন্ড উপজেলার উত্তর রহমতনগরের আবুল বশরের ছেলে।কুমিল্লা জেলা পুলিশ সিনিয়র এএসপি সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকের বলে জানা য়ায়। আটককৃত ফেন্সিডিলগুলোর প্রকৃত মালিককে আইনের আওতায় নিয়ে আসার জোর প্রচেষ্টা চলছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment