রুয়েটে শেষ হলো আন্তজার্তিক সেমিনার। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 9 February 2019

রুয়েটে শেষ হলো আন্তজার্তিক সেমিনার। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এরাবি প্রতিনিধি:>>>
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) “প্ল্যানিং, আর্কিটেকচার এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং (আইসিপিএসিই ২০১৯)” শীর্ষক দু’দিন ব্যাপী আন্তজার্তিক কনফারেন্স শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুরকৌশল বিভাগের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই আন্তজার্তিক কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য প্রফেরস ড. মো. রফিকুল ইসলাম সেখ। 
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ডিল্পট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইর লুক রেইটভেল্ট, ইউনিভার্সিটি অব সাউথ অষ্ট্রেলিয়ার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান এবং প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুল আলীম। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের সাংগঠনিক সম্পাদক ও পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো. কামরুজ্জামান। 
কনফারেন্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক এবং সংশ্লিষ্ট বিষয়ের উর্ধ্বতন প্রকৌশলীগণ এবং রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages