উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:>>>
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুদূর লক্ষ্মীপুর থেকে আগত এক দর্শনার্থী। ওই দর্শনার্থীর নাম মোঃ রাশেদ হোসাইন। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন বলড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে একটি সমস্যা সমাধানের জন্য এসে তিনি পুলিশ সুপারের কাজে মুগ্ধ হয়ে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। আগত ওই দর্শনার্থী জানান, আমার একটি সমস্যার কথা উল্লেখ করে লক্ষ্মীপুর থেকে নড়াইলের পুলিশ সুপারকে একটি চিঠি লিখে।
পরবর্তীতে তিনি আমাকে ফোন দিয়ে তাঁর সাথে দেখা করার জন্য বলেন। সে মোতাবেক আমি আজকে পুলিশ সুপারের অফিসে আসার পর তিনি সর্বপ্রথম আমাকে আপ্যায়ন করেন। তারপর দীর্ঘসময় ধরে আমার সমস্যার কথা শোনেন।
আমার সমস্যাগুলো সমাধানের লক্ষে তিনি তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করেন। পুলিশের এ ধরনের তাৎক্ষণিক সেবায় তিনি খুবই মুগ্ধ। একারণে তিনি পুলিশ সুপারকে কৃতজ্ঞতার সাথে ফুলেল শুভেচ্ছা জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment