এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২ (র্যাব-১২) এক বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নাজিমুদ্দিন চাঁদ ও মোঃ শাহীন সরকার কে ২'শো পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে।
আজ শনিবার (০২ ফেব্রুয়ারি ১৯ইং) র্যাব ১২'র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত শুক্রবার (০১ ফেব্রুয়ারি ১৯ইং) রাত ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলীর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন হামকুড়িয়া উত্তর শেখ পাড়া গ্রামে মেসার্স সমবায় মটর শ্রমিক ফিলিং ষ্টেশন (২) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ নাজিমুদ্দিন চাঁদ (৪৫), পিতা-মোঃ সোলাইমান, সাং- মসিন্দা বাহাদুর পাড়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর ২। মোঃ শাহীন সরকার (৩২), পিতা- মোঃ জালাল সরকার, সাং- মসিন্দা শিকারপুর, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর কে ২০০ পিচ ইয়াবা, ০১ টি মোটরসাইকেল, ০২ টি মোবাইলসেট ও ০৩ টি সিমকার্ডসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
আরও জানানো হয়েছে যে, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র্যাব কর্তৃক মামলা রুজু করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment