বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাক্তিগত উদ্যোগে পথ শিশুদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে ৭০ জন পথ শিশুদের নিয়ে এ আয়োজন করেছেন কয়েকজন শিক্ষার্থী। মধ্যাহ্নভোজের পর তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কয়েকজন বন্ধু-বান্ধব ও ছোট ভাইদের নিয়ে এই মহৎ উদ্যোগ নেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এম. সাইদুর রহমান।
কেন এমন আয়োজন করলেন জানতে চাইলে সাইদুর রহমান বলেন, ‘ব্যক্তিগত ইচ্ছা থেকে এটা শুরু করেছি। যাতে পথ শিশুরা একদিন ভাল খাবার খেতে পারে। এ ধরনের আয়োজন আগামীতে প্রতিমাসে করার চেষ্টা করব।’ এজন্য তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ব্যতিক্রমী এ আয়োজনে যুক্ত ছিলেন ইমাম হোসাইন, মামুনুর রশীদ, আবু সাইদ, মামুন প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment