কুমিল্লাকে নিয়ে অসম্মানজনক শব্দ ব্যবহার করায় প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে মামলা! একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 12 February 2019

কুমিল্লাকে নিয়ে অসম্মানজনক শব্দ ব্যবহার করায় প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে মামলা! একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লাধ>>>
কুমিল্লাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় দৈনিক প্রথম আলো’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা-১নং আমলী আদালতে মামলা দায়ের করেন কুমিল্লা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সিকদার।
মামলায় প্রথম আলো’র সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক তারেক মাহমুদকে অভিযুক্ত করা হয়েছে।
মামলা নং-১৩৪/১৯, তারিখ-১২/২/১৯ ইং।মামলার বিররণে উল্লোখ করা হয়, দৈনিক প্রথম আলো পত্রিকার গত ৮ ফ্রেব্রুয়ারী ২০১৯ সংখ্যায় ‘বিপিএল২০-১৯ এক ফাইনাল অনেক লড়াই, মুখোমুখি ঢাকা-কুমিল্লা’ শীর্ষক সংবাদে কুমিল্লাকে নিয়ে অনেক আপত্তি ও অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে।
ওই সংবাদে কুমিল্লার হাজার বছরের ঐতিহ্যের উপর আঘাত হানা হয়েছে, কুমিল্লাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এতে কুমিল্লাবাসীর মানহানি হয়েছে, কুমিল্লার ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন হয়েছে।
এতে কুমিল্লাবাসী হিসেবে বিবাদী শফিকুল ইসলাম সিকদার অসম্মানিত ও অপমানিত হয়েছেন। ফলে এর বিচার প্রার্থনা করে শফিকুল ইসলাম সিকদার কুমিল্লাবাসীর পক্ষে এ মামলা দায়ের করেন।মামলায় বিবাদী বলেন, হাজার বছরের ঐতেহ্যে লালিত কুমিল্লায় বাংলাদেশের একটি গর্ব।
এখানে জাতীয় ও আর্ন্তজাতিকভাবে প্রতিষ্ঠিত অনেকগুণি ব্যক্তি রয়েছেন। হাজার বছর আগে এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। যখন এ অঞ্চলে কোন বিশ্বদ্যিালয়ের ধারণাই ছিলনা।
ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের রূপকার মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম, ওস্তাদ আলাউদ্দিন , ওস্তাদ আয়েত আলী খাঁ, শচীন দেব বর্মনসহ কুমিল্লার বহু গুণী ব্যাক্তি দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছে।প্রাচীন সমতটের রাজধানী ছিল কুমিল্লা, বৃটিশ আমলে কুমিল্লায় কোতয়ালী থানা প্রতিষ্ঠা হয়।
ময়নামতি থেকে শালবন বিহার ও চন্ডীমুড়া কুমিল্লার হাজার হাজার বছরের ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। একটি সংবাদের কারণে আজ কুমিল্লাবাসী অপমানিত ও অসম্মানিত হয়েছে। তার বিচার পেতে এ মামলা দায়ের করা হয়েছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages