প্রতিবেদক-আনোয়ার হোসেন:>>>
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ডালিয়া এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। লাল, হলুদ আর বাসন্তী রঙে প্রকৃতির সাথে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসছে বাঙালি। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে বসন্ত উসৎবে মেতেছে শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ সকল শ্রেনী পেশার মানুষ।
লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে বসন্ত উসৎব দিনব্যাপী বর্ণিল আয়োজনে পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজান কামাল (এমপি)।কলেজ অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমূখ।
এ সময় বসন্তকে বরণ করে নেওয়ার উৎসবে তরুণ-তরুণীরা বিভিন্ন ফুল ও পাতায় নিজেদের সাজিয়ে নেওয়ায় কলেজ ক্যাম্পাসকে এক নতুন রূপে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, ‘ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে আমাদের আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি হয়।
কবি বলেছেন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।’ তবে এবারও ফুটেছে ফুল, প্রকৃতি সেজেছে নতুন রূপে। ফুলেল বসন্ত, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতায় মন-প্রাণ কেড়ে নেওয়ার আজ প্রথম দিন। ফাগুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে বাংলার নি:স্বর্গ প্রকৃতিতে। প্রকৃতি আজ দখিনা দুয়ার খুলে দিয়েছে। বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান। ভ্রমর করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment