মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে ফারুক মোল্লা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৭৫ পুড়িয়া হিরোইন ও ৪০ পিচ ইয়াবাসহ আটক করেছে দোহার থানা পুলিশ। আসামী ফারুক দোহার উপজেলার হাজার বিঘা এলাকার আপতা মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল রাতে দোহার থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দোহার থানায় কর্মরত এসআই (নি:) সৌমেন মৈত্র, সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাজার বিঘা এলাকায় মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করিয়া ফারুক মোল্লা নামে একযুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৭৫ পুরিয়া হেরোইন ও ৪০ পিচ ইয়াবা ট্যাবলট উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন একুশে মিডিয়াকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দোহার থানায় একটি মামলা রুজু করে আসামী ফারুককে আদালতে সোপর্দ হয়েছে।
No comments:
Post a Comment