মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:>>>
দিনাজপুরের নবাবগঞ্জে কৃষ্ণজীবনপুর নামক এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে কম পক্ষে ১৩ জন আহত হয়েছে। রবিবার সাড়ে আটটার দিকে উপজেলার আফতাবগঞ্জ-নবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে- ৪০ জন নারী ও পুরুষ যাত্রী নিয়ে বাসটি বিরামপুর থেকে নবাবগঞ্জ হয়ে রংপুরে যাওয়ার পথে বাসের টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ সামছুল আলম ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment