একদিন আমি থাকবনা,থাকবে আমার সেবার নিদর্শন,এতে আমি ধন্য: মোশারেফ হোসেন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 20 February 2019

একদিন আমি থাকবনা,থাকবে আমার সেবার নিদর্শন,এতে আমি ধন্য: মোশারেফ হোসেন। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>
একদিন কোন অজানা দিনে আমি থাকবনা এই পৃথিবীতে।কিন্তু বেঁচে থাকা সময় একজন সেবক হিসেবে কিছু কর্মকান্ড এর গুনাবলীতে আমার নাম হয়তবা নিবে জনগন, এতেই আমার সকল প্রাপ্তি একজন সেবক হিসেবে আমি ধন্য।চেষ্টা করে যাচ্ছি  ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি করে একটি শতভাগ ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে।কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্থানীয় কাশিনগর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবার মান বৃদ্ধির লক্ষে  ডিজিটাল ডিভাইস এর শুভ উদ্ভোধন কালে এমন সব কথা বলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাশিনগর ইউনিয়ন পরিষদের মডেল চেয়ারম্যান নামে সুপরিচিত চেয়ারম্যান  মোশারেফ হোসেন।
উল্লেখ্য ১৮ই ফেব্রুয়ারি সোমবার বর্তমান সরকারের ডিজিটাল যুগের আওতায় প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল স্হাপনা লক্ষনীয় সেই ডিজিটাল এর অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলায় প্রথমবারের মত ইউনিয়ন পরিষদের ডিজিটাল এর মান আরো একধাপ এগিয়ে নিতে চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  ইউনিয়ন বাসীর ডিজিটাল সেবার মান উন্নয়নের লক্ষে ইউনিয়ন পরিষদের নামে নিজস্ব ওয়েব সাইট (www.kashinagarup.comillalg.gov.bd) ও বিশেষ সফটওয়ার এবং ইউনিয়ন পরিষদে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা মেশিন (Attendance Management program) এর কার্যক্রম শুরু ও ডিজিটাল স্থাপনার ডিভাইস এর শুভ উদ্ভোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের  innovation IT প্রতিষ্ঠানের  CEO খুরশিদ আলম। ইউপি সচিব মীর শহিদুল হক।ইউপি সদস্য সহ প্রমুখ। এখন থেকে কাশিনগর ইউনিয়ন পরিষদের  যে কোন জনগন পৃথিবীর যে কোন স্থান থেকে  সকল প্রকার প্রয়োজনীয় ডকুমেন্টস (চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, মৃত্যু নিবন্ধন, সকল ধরনের প্রত্যয়ন পত্র সহ যে কোন আবেনদন পত্র) এর জন্য আবেদন করতে পারবেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages