একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
‘সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে মানবতার শক্তিতে উজ্জীবিত হও’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরআইউমুনা) আয়োজনে চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ৩ মার্চ পর্যন্ত।
চারদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদুর রহমান খান, রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত থাকবেন।
এবারের ছায়া সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৫০ জন শিক্ষার্থী এবং ২৫ জন বিচারক অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী প্রতিযোগিরা মোট ৮টি কমিটিতে বিভক্ত হয়ে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। ২রা মার্চ ‘জাতীয় পতাকা দিবসে’ অংশগ্রহণকারী সকলকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে ভারত ও নেপালের ৬ জন বিদেশি শিক্ষার্থীসহ সবাই বাংলাদেশের পতাকা হাতে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment