একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুমিল্লা জেলা সমিতির নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামসেদ আলম সবুজকে এবং সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বিজয়ী হন।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে ভোটের মাধ্যমে এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ও সমিতির উপদেষ্টা অধ্যাপক আবদুল হান্নান, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার, জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, শাখাওয়াত হোসেন প্রমুখ।
কমিটির নতুন দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মকসুদুল হক কাওসার, সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মাসুদুর রহমান ও প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম হিমেল প্রমূখ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহীন আলম, আসিফ সাজ্জাদ মিশু, আরিফ, তারেক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ফয়সাল আলম, সাংগঠনিক সম্পাদক শাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক এনামুল হক হৃদয়, সহ-অর্থ সম্পাদক ফয়সাল ফারহান, প্রচার সম্পাদক শাহরিয়ার তুর্য, সহ-প্রচার সম্পাদক ইফতি রহমান।
ক্রীড়া সম্পাদক ফয়সাল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক সোলাইমান চৌধুরি, ছাত্রী বিষয়ক সম্পাদক ত্বন্নী, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আঁখি, শিক্ষা সম্পাদক মোহাম্মদ শরীফ, সহ-শিক্ষা সম্পাদক সামির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-ইমরান, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহানা লিমা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিবুল্লাহ আফসারী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক পারভেজ হাসান প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment