বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দোহারে সরাষ্ট্রমন্ত্রী -আসাদুজ্জামান খান কামাল/একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 March 2019

বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দোহারে সরাষ্ট্রমন্ত্রী -আসাদুজ্জামান খান কামাল/একুশে মিডিয়া



একুশে মিডিয়া দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ মোঃ জাকির হোসেন
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর গ্রামে অবস্থিত কুয়েতি অর্থায়নে পরিচালিত শেখ রাশেদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল- মাখতুম (রহঃ) এতিমখানার চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনটি উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি কুয়েত থেকে আগত সাঈদ মোহাম্মদ আলমেহ্ররী, বাংলাদেশে নিয়োযুক্ত  আরব আমিরাতের রাষ্ট্রদূত সালেহ আলী আব্দুল রহমান আব্দুল্লাহ ও সভাপতি মেজর জেনারেল অবসর প্রাপ্ত ডা. এয়ার খান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শফিউর  রহমান, দোহার উপজেলা কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা মহা আকাশে স্যাটেলাইট প্রেরণ করেছি। নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু করতেছি। আমরা চট্রগ্রামে আন্তর্জাতিক বিমান বন্দর ও টুরিস্ট জোন তৈরী করতেছি। এসব সম্ভব হয়েছে আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলে। এছাড়া বিশ্বের যে দেশেই আমি যাই না কেন সকল দেশেই প্রধানমন্ত্রী ভুষিপ্রসংসার কথা শুনতে পাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি ডা. জহুরুল ইসলাম, প্রফেসার দেলোয়ার হোসেন, এ্যাডভোকেট বাবুল হোসেন এবং মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
 
 
 
 একুশে মিডিয়া/রোমান

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages