একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাত থেকে আটজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ) নিয়ে যাওয়া হচ্ছে। --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
রাঙামাটির জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. ছুফি উল্লাহ আরটিভি অনলাইনকে জানান, ঘটনার পরপরই গুলিবিদ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ চার পুলিশ সদস্যসহ আহত আরও ৭/৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
উল্লেখ্য, মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে ৯ কিলো এলাকায় পৌছলে সন্ত্রাসীরা গুলি চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কেন্দ্র থেকে আসার পথে একটি চাঁদের গাড়িতে প্রায় ২৫ জন নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। পাশের একটি উঁচু পাহাড় থেকে অস্ত্র নিয়ে গাড়িতে হামলা চালালে গাড়িতে থাকা সবাই গুলিবিদ্ধ হয়।--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/এমএ--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment