নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 18 March 2019

নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
নিউজিল্যান্ডের আল-নুর জামে মসজিদে জুম্মার নামাজের সময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলা সরকারি কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
আজ সোমবার (১৮মার্চ) সকালে ওই কলেজের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিউজিল্যান্ডের আল-নুর মসজিদে জুম্মার নামাজে সন্ত্রাসীরা জঙ্গি হামলা চালিয়ে বাংলাদেশের ৩ নাগরিকসহ অন্তত ৫০জন মুসলিমকে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছে অনেক। সেখানে অবস্থানরত ছিলো বাংলাদেশের ক্রিকেট টিম তারা অল্পের জন্য প্রাণে বেচেঁ যান। নিউজিল্যান্ডের মতো একটি দেশে এমন জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজানুর রহমান। ছাত্রনেতা ইমরুল টিমন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন কিরণ, সাংগঠনিক সম্পাদক ফাহাদসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন।






একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages