একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন।
গাইবান্ধা সদর উপজেলা: শাহ সারোয়ার কবীর (আ’লীগ বিদ্রোহী) ৩৯ হাজার ৫৫৫ ভোট নিকটতম প্রার্থী পিয়ারুল ইসলাম (আ’লীগ) ২৯ হাজার ৫০৬ ভোট।
ফুলছড়ি উপজেলা: জিএম সেলিম পারভেজ (আ’লীগ) ২৩ হাজার ১৭৩ নিকটতম প্রার্থী আবু সাঈদ (আ’লীগ বিদ্রোহী) ৫ হাজার ৪২৯ ভোট।
সাঘাটা উপজেলা: জাহাঙ্গীর কবির (আ’লীগ বিদ্রোহী) ৪৫ হাজার ৯৩৬ ভোট নিকটতম প্রার্থী সামশীল আরোফিন টিটু (আ’লীগ) ৪০ হাজার ৭৯৯ ভোট।
পলাশবাড়ি উপজেলা: একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (আ’লীগ) ৫৬ হাজার ৯’শ ৪৭ ভোট নিকটতম (জাতীয় পার্টি) প্রার্থী মমতাজ উদ্দিন ১০ হাজার ৩৮০ ভোট ভোট।
সাদুল্যাপুর উপজেলা: সাহরিয়া খান বিপ¬ব (আ’লীগ) ৩২ হাজার ৭৭৯ নিকটতম প্রার্থী ফজলুল হক রানা (আ’লীগ বিদ্রোহী) ৩০ হাজার ৫৬০ ভোট।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment