এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় আগুনে পুড়ে ছাই হলো একই পরিবারের থাকার আলাদাভাবে ৩টি বসত ঘর। ১৯ মার্চ মঙ্গলবার দুপুর ১টার সময় চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের আশ্রাপপুর গ্রামে ইউনুস মিয়ার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় নাজীর আলীর ৩ পুত্রের থাকার ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনের দাবী রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে চৌদ্দগ্রাম
ফায়ার সাভির্সের একটি টিম ঘটনাস্হলে গিয়ে স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।এসময় বেঁচে যায় পার্শ্ববর্তী অনেক বাড়িঘর।কিন্তু ততক্ষণে নাজীর আলীর ৩ সন্তানের ঘর পুড়ে ছাই হয়ে যায়।নাজির আলীর পুত্র ইসমাইল হোসেন জানায় আমরা গরিব দিনমজুর,দিনে আনি দিনে খাই,আমার সহায় সম্বল যা ছিল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে।
আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে পরির্দশনে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ,সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট আর্থিক নগদ সহযোগিতা প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান রতন।
এই বিষয়ে জানতে স্থানীয় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তা ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী সাথে আলাপকালে তিনি তথ্য টি নিশ্চিত করে জানায় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা খানেক সময় উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।
ধারনা করা হচ্ছে রান্নাঘরের লাকড়ি চুলা থেকে আগুনের সূত্রপাত্র ঘটেছে।স্থানীয় উপস্থিত জনগণের মতে প্রায় ৫লক্ষ টাকার বেশী ক্ষয়ক্ষতি হতে পারে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment