নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিনের ফুলের সাম্রাজ্য। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 7 March 2019

নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিনের ফুলের সাম্রাজ্য। একুশে মিডিয়া




উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
এসেছে নতুন বাতাসে যেন লেগে আছে ফুলের সৌরভ। যেদিকে দু’চোখ সেদিকেই কেবল-ই ফুল আর ফুল। এ যেন ফুলের রাজ্য। নানান রঙের বাহারি ফুলের মেলা বসেছে যেন বাগানে। আর এর টানে ছুটে আসেন অনেকেই।
এই ফুলের বাগান তৈরি করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন । ফুল প্রেমী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। গড়ে তুলেছেন প্রচলিত ও বিপন্ন প্রায় নানা প্রজাতির ফুলের বাগান। ফুলের সঙ্গে রয়েছে ফলদ, ঔষধি, মশলা ও শোভাবর্ধনকারী কিছু গাছও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন বীজ ও গাছের চারা। তার শখের বাগানে বিভিন্ন বিপন্ন প্রজাতির নানা গাছ। কি উদ্দেশ্যে এ বাগান তৈরি এমন প্রশ্নের জবাবে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), বলেন, বাগানটিতে রয়েছে পরিচিত এবং দুর্লভ  প্রজাতির গাছের সমারোহ। বিলুপ্তপ্রায় গাছ সংরক্ষণের উদ্দেশ্যে এ বাগান গড়ে তোলা। 
দুর্লভ গাছ ও বৃক্ষবিষয়ক লেখাগুলো নিজের সংগ্রহে রাখতে খুব ভালো লাগে। বাগান তৈরি জানতে চাইলে তিনি বলেন, ফুল সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক। এ বাগান নড়াইলে যোগদানের পর তৈরির কাজ শুরু করি। তিনি বলেন, বর্তমানে বাগানে পলাশ ফুটেছে-শিমুল ফুটেছে। ফুটেছে রুদ্রপলাশ, কাঞ্চন, কনকচাপা, জবা, মাধবীলতা, গন্ধরাজ, বাগান বিলাস, জুঁই, চামেলি, শিউলি ও জেসমিনসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য ফুল। রয়েছে বিদেশি নানা প্রজাতির ফুলও। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই শুধু নয়, সংগ্রহ করেছেন বীজ ও গাছের চারা। ফুল গাছের পাশাপাশি রয়েছে দুর্লভ নীল গাছ, রামবুটান, নাশপতিসহ ফলদ, মশলা, অর্কিড, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারাও। তিনি বলেন, উদ্ভিদবৈচিত্র্য আরো সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে বলে জানান বাগান মালিক নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। 
ফুলপ্রেমী এ পুলিশ কর্মকর্তা বলেন, আমার বাগানে লঙ্কা জবা, নীল বনলতা, সহস্রবেলী, সাদা রঙের থানবার্জিয়া, কমলা লাল রঙের টেকোমা, মাদাগাস্কার জুঁই, স্থল পদ্ম, মাধবী, কনকচাঁপা, গোল্ডেন ফিংগার, বকফুল, রাজ অশোক, ডাকুর, বাওবাব, কাঞ্চন, বনচাঁপা, স্বর্ণচাপা, কুন্দ, কাঠগোলাপ, ক্রিমফ্রুট, রুদ্রপলাশ, হলুদ রঙের পেথোডিয়া, ক্যাশিয়া গ্লাওকা, বাঁশপাতা, বিউমন্টিয়া, ফিডেলউড ট্রি, উদয়পদ্ম, পারিজাত, হলুদ পলাশ, জহুরিচাঁপা, গড়মিঙ্গা, গোলাপি ম্যাগনোলিয়া, পানামা কুইন, লতাজবা, গোলাপি ট্রাম্পেট, সিলভার ওক, আতমোড়া, ট্যাবেবুইয়া, ব্ল্যাকবিন, ঝুমকোলতা, রাজঘণ্টা, পাখিফুল, অ্যাডেনিয়াম, হলুদ বাউহিনিয়া, ডাব ট্রি, স্টাইর‌্যাক্স জাপোনিক, প্রুনাস, ব্লাক লোকাস্ট, সফোরা, টমেনটোসা, ম্যাগনোলিয়া, ট্যাবেবুইয়া, অশোক, কলভিলিয়া, গ্রেভেলিয়া, বাগানবিলাস, পিরালু, উদাল, নাহিচিচি, চাপা, জবা, মাধবীলতা, পলাশ, শিমুল, হলুদ শিমুল, ডাকুর, গ্লিরি সিডিয়া, বিভিন্ন প্রকার গন্ধরাজ, কাঞ্চন, বরুণ, সাদা হলুদ ও লাল রঙের কৃষ্ণচূড়া, সুভদ্রা, গড়সিঙ্গা, লতা পারুল, সুলতান চাপা, টার্মেনেলিয়া, হিমঝুরি, গোল্ডেন ফিঙ্গার, রুদ্রপলাশ, কাঞ্চন, উদাল, গোকুল চাপা, কনক সুধা, কাইজেলিয়া, বাউবাব, সাদা শিমুল, জুঁই, অ্যারোমেটিক জুঁই, বাসরলতা, মাধবীলতা, নীল বনলতা, রেললতা, চামেলি, শিউলি, কুন্দ, পারিজাত, নাগলিঙ্গম, বিচিত্র বকুল, মাদাগাস্কার জেসমিন, কলাবতী, মালাইং ফুল গাছ আছে। এছাড়া আম, রামবুটান, লিচু, কাঠাল, জামরুল, নারিকেল, সুপারি, কমলালেবু, ডালিম, নাশপতি, পেয়ারা, কুল রয়েছে। 
লবঙ্গ, পেস্তা, বাদাম, দারুচিনি, কাবাব চিনি, জয়ফল জয়ত্রী, আগর, চকলেট কসমস, নীল গাছ, ঝাউ প্রভৃতি গাছও রয়েছে এ বাগানে এসব গাছের নিজে যতœ নেন পাশাপাশি লোক রাখাও রয়েছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা বলেন, পুলিশ কর্মকর্তার ফুলের সাম্রাজ্য এক সঙ্গে যত ফুল দেখা যায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইলের কোন নার্সারি বা বাগানে এত ফুল পাওয়া যাবে না। 
বাগানটি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। ২০ শতাংশ জমিতে ধান বোরো ধানের চারা রোপন করেন পুলিশ সদস্যদের নিয়ে। হাল বইলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ওই জমিটি অনাবাদী ছিলো। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ধান রোপণ করেছি।
 যা এর আগে কখনো কেউ করেনি। আমাদের দেশের উন্নয়ন করতে হলে আমাদের দেশে খালি জায়গাকে ফেলে রাখলে চলবে না। খালি জায়গা বা পতিত জমিতে যেখানে যে ফসলের চাষ করা সম্ভব সেখানে তাই করতে হবে। তাহলেই আমাদের দেশের আরও বেশি উন্নয়ন সম্ভব হবে বলে তিনি জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages