একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:>>>
’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী সিপাহশালার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সু:সময়কালীল স্টিয়ারিং কমিটির সদস্য, গণতান্ত্রিক আন্দোলনের অগ্র সৈনিক ও বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক সম্প্রতি প্রয়াত মরহুম গিয়াস উদ্দিন হিরুর নাগরিক শোকসভার প্রস্তুতি উপলক্ষে এক সমন্বয় সভা গত ১৬ মার্চ সন্ধ্যা ৬টায় নগরীর মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় মুক্তিযদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সাধারণ সম্পাদক এম নূরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী, বিজয় ’৭১-এর কার্যকরী সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন পালিত, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো: লিপটন, বঙ্গবন্ধু একাডেমী চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দা শাহানা আরা বেগম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মানবাধিকার সংগঠক আ স ম আখতার হোসেন রানা, সংগঠক কেএইচএম তারেক, সিটিজি পোস্ট ডটকমের বিশেষ প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দু:সময়ের আওয়ামী রাজনীতিতে সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন হিরুর অনন্য অবদান জাতি আজীবন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। একজন ত্যাগী, পরিশ্রমী, সৎ, সাহসী, নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধুর আদর্শে অটল সাহসী নেতৃত্বের নাম গিয়াস উদ্দিন হিরু। তাঁর অকাল মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের সাহসী পাঠশালা আওয়ামী পরিবার একজন সাহসী নেতৃত্বকে হারাল।
উল্লেখ্য, আগামীকাল ১৯ মার্চ সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রস্তুতি সভা নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment