একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নতুন ৬ টি পদের সৃষ্টিসহ নয় দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে অনুষ্ঠিত সংলাপে এসব দাবি জানান রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের দাবিগুলো হলো- অতিদ্রুত রাকসু নির্বাচন, অতিদ্রুত তফসিল ঘোষণা, ভোটার তালিকা হালনাগাদ, গঠনতন্ত্র যুগোপযোগী, ¯œাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া যেকোনো শিক্ষার্থী যারা পরবর্তীতে পিএইচডি, এমফিল, সান্ধ্য মাস্টার্স কোর্সে অধ্যয়নরত তাদের প্রার্থী হওয়া, ভোটকেন্দ্রসমূহ হলে রাখা, বয়সসীমা ৩০ বছরের মধ্যে রাখা, কোনো প্রতিক্রিয়াশীল বা মৌলবাদী সংগঠন নির্বাচনে অংশ নিতে না পারা এবং নতুন ছয়টি পদসহ সর্বমোট ২৬ টি পদ রাখা।
তাদের দাবিকৃত নতুন পদগুলো হলো- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ক্যাফেটেরিয়া সম্পাদক, ছাত্র পরিবহণ সম্পাদক ও সদস্য পদ দুইটি। যদিও রাকসুর গঠনতন্ত্রে ২০ টি পদের কথা উল্লেখ আছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, অতিদ্রুত রাকসু নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণাসহ নয়টি দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি। আশা করছি বিষয়টি প্রশাসন আন্তরিকভাবে দেখবে।
বিশ্ববিদ্যালয়ের সংলাপ কমিটির সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ছাত্রলীগের সঙ্গে সংলাপে তারা অনেকগুলো দাবি জানিয়েছে। তাদের দাবিগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধন করবো।
এসময় সংলাপ কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার, সদস্য রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, চঞ্চল কুমার অর্ক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমরান খান নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment