এম এ হাসান, কুমিল্লা:>>>
আর্তমানবতার সেবায় নিয়োজিত এক প্রতিষ্ঠান, যার স্লোগান হল-সমষ্টির উন্নয়ন’ই আমাদের প্রয়াস।
বলতেছিলাম কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার দারিদ্রের আলো সংগঠন এর কথা।যে সংগঠন টি ইতিমধ্যে সামাজিক সেবায় পুরো উপজেলা জুড়ে প্রশংসা অর্জন করেছে। সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “দারিদ্রের আলো” প্রতিষ্ঠান টি দেশের সূর্য সন্তান নামে খ্যাত, কুৃমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার, ২নং উজিরপুর ইউনিয়নের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ও স্থানীয় কিছু যুবকের উদ্যোগে গঠিত।
এই সংগঠনটি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে বেশশকিছু অনুদান বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১মার্চ) সকালে ১৮ টি পরিবারের মধ্যে অনুদান হস্তান্তর করে। এই উপলক্ষে সংগঠনের নিজস্ব কার্যালয় মিয়াবাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১১টি পরিবারকে ১১ টি ছাগল এবং অপর ৭টি পরিবারে ৭টি সেলাই মেশিন প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল হাই মেম্বার এসময় উপস্থিত ছিলেন দারিদ্রের আলো সংগঠনের সভাপতি প্রভাষক আরিফুর রহমান মঞ্জু, সেক্রেটারি প্রভাষক আবুল কালাম,সহ সভাপতি আনোয়ার হোসেন, সংগঠনের উদ্যোক্তয় প্রবাসী জসিম উদ্দিন,মীর হোসেন, গোলাম মাওলা মজুমদার রাসেল,সৈয়দ আব্দুল আউয়াল মুরদ, হেলাল উদ্দীন, জাবেদ জাহিঙ্গীর, হারুন উর রশিদ, সহ-সভাপতি ইকবাল মাহমুদ, অফিস সম্পাদক আবু ইউছুপ নয়ন সহ সংগঠনের প্রবাসী ও দেশের সদস্য বৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment