পলাশে ২ শীর্ষ অপহরণকারী আটক। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 27 March 2019

পলাশে ২ শীর্ষ অপহরণকারী আটক। একুশে মিডিয়া




আল আমিন মুন্সী:>>>
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে সোমবার রাত ১০ টায় বাদশা ( ২৭) ও শাওন ( ২৫) নামে পলাশের শীর্ষ  অপহরণ ও ছিনতাই   কারী দুই যুবক কে  আটক করেন। ঘোড়াশাল,  পুলিশ  ফাঁড়ির এ এসআই রফিকুল ইসলাম  আটকৃত আসামী বাদশা হলেন।
দক্ষিন চরপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে অপর আসামী শাওন একই গ্রামের ছেলে। এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মকবুল হোসেন মোল্লা বলেন।  এই আসামীরা দীর্ঘদিন ধরে বাচ্চাসহ বিভিন্ন বয়সের লোক অপহরণ করে মুক্তিপন দাবী করতেন, মুক্তিপনের টাকা না পেলে মেরে ফেলতো মানুষ, শুধু তাই নয়।
বিভিন্ন সময়, তারা ছুরি এবং পিস্তল দেখিয়ে সবার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতো,  গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান আমরা জানতে পারি। পরে আমরা তাদের কে আটক করে আদালতে  প্রেরণ  করি।






একুশে মিডিয়া/এসইউ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages